বিএনপির পাঁচ থানা কমিটি বিলুপ্ত ঘোষণা

জেলা প্রতিনিধি, খুলনা

খুলনায় পাঁচ থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সাংগঠনিক সভাটি বিকেল সাড়ে ৩টায় সভা শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে।

Islami Bank

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির নব ঘোষিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজা। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আমীর এজাজ খান, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, জালাল শরীফ, ফখরুল আলম ও কাজী মো: রাশেদ।

one pherma

সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জোর দাবি জানানো হয়। এছাড়া ঐক্যবদ্ধ ও শক্তিশালী বিএনপি গঠনে এখনও যারা নবঘোষিত কমিটির বিরুদ্ধে নানা তৎপরতা অব্যাহত রেখেছেন তাদের ষড়যন্ত্রের পথ পরিহার করার আহ্বান জানানো হয়।

ইবাংলা /টিপি/২৬ ডিসেম্বর

Contact Us