করোনা আক্রান্ত হয়ে সাত জেলায় ৮৭ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি :

করোনােআক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, চট্টগ্রাম, ময়মনসিংহ, টাঙ্গাইল ও সাতক্ষীরায় আরও ৮৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে মারা গেছে ১৮ জন। এর মধ্যে ৫ জন করোনায়, ১২ জন করোনা উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হয়ে মারা গেছেন। রাজশাহীতে শনাক্তের হার ৩৪ দশমিক শূন্য ৯ শতাংশ।

Islami Bank

চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ২১ দশমিক শূন্য ৫ শতাংশ। করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। জেলায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক তিন শূণ্য শতাংশ।

এদিকে ময়মনসিংহে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একদিনে মারা গেছে ১৫ জন। এর মধ্যে আক্রান্ত হয়ে ৬জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন।

one pherma

অন্যদিকে, খুলনা মেডিক্যালসহ চারটি হাসপাতালে করোনায় ১০ এবং উপসর্গ নিয়ে আরও ৭ জন মারা গেছেন। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৫৫৯ জন। জেলায় শনাক্তের হার ৩৪ দশমিক এক দুই শতাংশ।

এছাড়া সাতক্ষীরা উপসর্গ নিয়ে ৮ ও টাঙ্গাইলে আক্রান্ত ৫, উপসর্গ নিয়ে ২ করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৫ জন।

ই-বাংলা/ করোনা/ ৫ জুলই, ২০২১

Contact Us