হাত-পায়ে ঝি ঝি ধরার কারণ

ইবাংলা ডেস্ক

একটানা একইভাবে বসে থাকলে যে সমস্যাটি হয় তা হল ঝি ঝি ধরা। আমাদের হাত বা পায়ের পেশিগুলোকে যে স্নায়ু নিয়ন্ত্রণ করে, তার উপর যদি চাপ পড়ে তবে ঝি ঝি ধরার অনুভূতি হয়।

Islami Bank

একইভাবে অনেকক্ষণ বসে থাকলে পায়ের কিছু অংশে রক্ত জমাট বাঁধতে পারে। এর ফলে ঝি ঝি ধরার অনুভূতি বাড়ে। চিকিৎসকরা বলেন, ঝি ঝি ধরার অন্য কারণ হতে পারে শারীরিক দুর্বলতা বা কোনো ধরনের সংক্রমণের প্রভাব।

এছাড়া ঝি ঝি ধরার নেপথ্যে কারণ হিসেবে থাকতে পারে থাইরয়েড বা ডায়াবেটিসের মতো সমস্যাও। আমাদের শরীরে সঠিকভাবে রক্ত সঞ্চালন না হলে তার প্রভাব পড়ে শিরাগুলোতে। ফলে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন ঠিকভাবে পৌঁছায় না। এর ফলে শরীর ঝিমঝিম করে বা ঝি ঝি ধরে। জেনে নিন কোন অসুখগুলোর কারণ-

নিউরালজিয়ার কারণে হতে পারে

বিশেষজ্ঞদের মতে, নিউরালজিয়ার কারণে ঝি ঝি ধরার সমস্যা হতে পারে। আমাদের স্নায়ু ক্ষতিগ্রস্থ হলে হাত, পা ও শরীরের অন্য সব অংশে তীব্র জ্বালা ও ব্যথা হতে পারে। বয়সের কারণে বা কোনো সংক্রমণের কারণে এই সমস্যা হতে পারে। এছাড়াও গর্ভবতী নারীর ক্ষেত্রে এই সমস্যা মাঝে মাঝে হতে পারে।

মদ্যপান করলে

মদ্যপান করার অনেকগুলো ক্ষতিকর দিক আছে। তার মধ্যে একটি হতে পারে এই ঝি ঝি ধরার সমস্যা। অত্যাধিক অ্যালকোহল গ্রহণের কারণে কোষগুলো কাজ শুরু করে দিতে পারে, যা অসাড় করে তুলতে পারে পা ও হাতকে।

one pherma

থাইরয়েডের সমস্যা থাকলে

আপনার যদি প্রায়ই ঝি ঝি ধরার সমস্যা হয়ে থাকে তবে চিকিৎসকের দ্বারস্থ হোন। কারণ এটি হতে পারে থাইরয়েডের সমস্যার কারণেও। শুরুতেই সমস্যা চিহ্নিত করা গেলে দ্রুত সমাধান করা সম্ভব হয়। আর নয়তো পরবর্তীতে ভুগতে হতে পারে।

ভিটামিনের ঘাটতি হলে

ঝি ঝি ধরার আরেকটি বড় কারণ হতে পারে শরীরে ভিটামিনের ঘাটতি। বিশেষ করে ভিটামিন ডি ও ভিটামিন বি ১২ এর অভাবে শরীরে অসারতা দেখা দিতে পারে। এ ধরনের সমস্যা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ভিটামিন গ্রহণ করতে হবে।

স্ট্রোকের আশঙ্কা থাকলে

আমাদের মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত সরবরাহ না হলে ঘটতে পারে স্ট্রোকের মতো দুর্ঘটনা। কোনো রক্তনালী বাধাপ্রাপ্ত হলে এমনটা ঘটতে পারে। বাঁ হাত অবশ হয়ে যাওয়া হতে পারে স্ট্রোকের প্রাথমিক লক্ষণ। এটি ক্রমশ হাতের তালু পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তাই ঝি ঝি ধরার সমস্যা হলে সব সময় হালকাভাবে না নেওয়াই ভালো।

ইবাংলা / টিপি/ ২৭ ডিসেম্বর, ২০২১

Contact Us