নারীদের জন্য নতুন উদ্যোগ

ইবাংলা ডেস্ক

বর্তমান করোনার সময়ে ঘরে ঘরে বলতে গেলে নারী উদ্যোক্তা। সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের ব্যবসাটা ভালো একটা অবস্থানে নিয়ে যাবার জন্য। কিন্তু, কেউ সফল হচ্ছেন আবার কেউবা হাতে গোনা দুই একজন কাষ্টমার ছাড়া আর কোন কাষ্টমার পাচ্ছেন না। তাই তাদের জন্য আমাদের নতুন কিছু চেষ্টা।এখন থেকে, নারী উদ্যোক্তারা সরাসরি আমাদের পেইজে লাইভ করতে পারবেন। কিন্তু, সেক্ষেত্রে আমাদের কিছু শর্ত আছে।

Islami Bank

                                                     শর্তসমূহ হল:
১) যারা লাইভ করতে আগ্রহী, তাদের আইডি কার্ডের কপি আমাকে ইনবক্সে দিতে হবে।
২) নিজের অনলাইন পেইজ এবং গ্রুপ লিংক দিয়ে, নিজের উদ্যোগ সম্পর্কে ৩ লাইনে ছোট্ট করে জানাতে হবে।
৩) সবশেষে, লাইভ করার জন্য ৩০০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। (প্রতি লাইভের জন্য)

one pherma

আপনার ভোটার আইডি, গ্রুপ/পেইজ লিংক এবং আপনার নিজের উদ্যোগ সম্পর্কে ৩ লাইনে ছোট্ট লেোসহ সকল কিছু বিবেচনা করে দেখার পরে যদি মনে হয়, আপনি সুযোগ পাবার যোগ্য তখন আপনাকে ৩০০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।আমরা জানি এই উদ্যোগ দেখে অনেকেই নেগেটিভ কমেন্ট করবেন। তাদের জন্য একটি কথা, আপনি কি সুযোগ দিতে পেরেছেন এ সকল উদ্যোক্তাদের?

ইবাংলা / নাঈম/ ২৭ ডিসেম্বর, ২০২১

Contact Us