যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ৪

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে বন্দুকধারীর গুলিতে ৪জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। যদিও পরবর্তীকালে সেই হামলাকারীকেও হত্যা করা হয়। ভয়াবহ ওই ঘটনায় আহত হয়েছেন পুলিশ বাহিনীর একজন কর্মকর্তাসহ অন্তত ৩জন।

মার্কিন মিডিয়া সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টার দিকে ঘটনাটি ঘটে। এরপর পুলিশের গুলিতে ওই হামলাকারীও প্রাণ হারায়।

পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারী প্রথমে দুই নারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আর আহত হন একজন। এরপর ওই হামলাকারী গাড়িতে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও সে স্থানীয় চিজম্যান পার্কের সামনে এসে আরও এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনিও প্রাণ হারান। তারপর হামলাকারী ওয়েস্ট ডেনভারের কমিউনিটির ওপর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লেকউড শহরে ওই বন্দুকধারী চতুর্থ ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করলে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে আসার চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ। এসময় হামলাকারী একটি হোটেলে প্রবেশ করলে পুলিশের সঙ্গে তার গোলাগুলি হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী। গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা ও হোটেলের কর্মকর্তা আহত হন।

Contact Us