রাজধানীর মতিঝিলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল শিমুল আহমেদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম রিমান্ডের এই আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে মতিঝিল থানার ধর্ষণ মামলায় ৩ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কনস্টেবল শিমুল আহমেদকে আটক করা হয় এবং রাতেই তার বিরুদ্ধে এই ধর্ষণ মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, এজিবি কলোনির একটি বাসায় থাকতো ওই কিশোরী। কনস্টেবল শিমুলের ২ মাস ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।কিশোরীর বাবা-মা দুজনই চাকরি করেন। ঘটনার দিন বাসায় একা থাকায় শিমুল তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ তার পরিবারের।
এসআই আরও বলেন, ভুক্তভোগী ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ইবাংলা /টিআর/ ২৮ ডিসেম্বর