চিত্র নায়িকা শাবনূর করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক

নব্বই দশকের ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় প্রথম সারির অভিনেত্রী শাবনূর করোনায় আক্রান্ত হয়েছে। করোনার সংক্রমণ ধরা পড়ায় অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে ভর্তি আছেন শাবনূর। বুধবার (২৯ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাবনূরের ছোট বোন ঝুমুর।

Islami Bank

ঝুমুর জানান, গেল সপ্তাহ থেকে জ্বর ছিল। এরপর তার করোনা টেস্ট করালে করোনা পজিটিভ আসে। এরপর বাসায় আইসোলেটেড ছিল। কিন্তু হঠাৎ করেই আজ একটু সমস্যাবোধ করলে অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে ভর্তি হন।

পুরনো ছবি

ছোট বোন ঝুমুর আরও জানিয়েছেন, শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনির এক হাসপাতালের কভিড ১৯ বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন

আরও পড়ুন : পরীকে লিগ্যাল নোটিশ

one pherma

ঢাকাই সিনেমা ইন্ডাষ্ট্রিতে বাংলা সিনেমার এক উজ্জ্বল অধ্যায়ের নাম শাবনূর। রূপে, গুণে আর অভিনয়ে মাতিয়েছেন দুই দশক। নব্বই দশক থেকে দাপটের সঙ্গে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ঢাকাই সিনেমায় অভিষেকের পর দেশের প্রথম সারির নায়িকা হিসেবে নিজের দ্যুতি ছড়ান এই চিত্রনায়িকা।

নব্বই দশক থেকে ২০১০, টানা অভিনয় করেন শাবনূর। ১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। ১৯৯৪ সালে জহিরুল হকের ‘তুমি আমার’ চলচ্চিত্রে সালমান শাহ’র বিপরীতে প্রথম অভিনয় করেন শাবনূর। এই চলচ্চিত্রটির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন ঢালিউডের এই ‘স্বপ্নের নায়িকা’।

সালমান-শাবনূর জুটি বেঁধে ১৪টি সিনেমায় অভিনয় করেন। যার প্রতিটিই দর্শকপ্রিয়তা পায়। সালমানের মৃত্যুর পর চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, মান্না ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন শাবনূর। ২০১২ সালের ২৮ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে ঘর বাঁধেন শাবনূর। তবে বনিবনা না হওয়ায় ২০২০ সালের ২৬ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়।

ইবাংলা/ ই বি/ ২৯ ডিসেম্বর, ২০২১

Contact Us