শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চল পরিদর্শনের সময় তিনি ২ হাজার ৫০০ কম্বল বিতরণ বিতরণ করেন।

Islami Bank

বুধবার (২৯ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, “ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতি বছরের ন্যায় এবছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।

one pherma

বগুড়া অঞ্চল পরিদর্শনের সময় সেনাপ্রধানের সঙ্গে জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

ইবাংলা /টিআর /৩০ ডিসেম্বর

Contact Us