খুলনা একদিনে করোনা শনাক্তের রেকর্ড, মৃত্যু ৪০

বিভাগীয় প্রতিনিধি :

খুলনা বিভাগে এই প্রথমবারের মতো একদিনে করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৮৬৫ জনের। একই সময়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। এনিয়ে বিভাগে মোট মারা গেলেন ১ হাজার ৩০০ জন। মঙ্গলবার (৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

Islami Bank

এর আগে সোমবার (৫ জুলাই) খুলনা বিভাগে ৫১ জনের মৃত্যু হয়েছিল। একইদিন করোনা শনাক্ত হয়েছিল সর্বোচ্চ ১ হাজার ৪৭০ জনের।

গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনায়, কুষ্টিয়ায় ১৩ জন, যশোরে ছয়জন, মেহেরপুরে তিনজন এবং ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

one pherma

মঙ্গলবার (৬ জুলাই) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৮৯৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩০৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ হাজার ৪৭ জন।

ই-বাংলা/জেলাক/ ৬ জুলাই, ২০২১

Contact Us