নির্বাচনী সংঘর্ষে নিহত ১, আহত ৫

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহে শৈলকুপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যাক্তি নিহত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছে। নিহত হারান বিশ্বাস (৬০) শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি গ্রামের বিলাত আলীর ছেলে।

Islami Bank

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোট চাওয়াকে কেন্দ্র করে ইউনিয়নের কাতলাগাড়ি বাজারে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও স্বতন্ত্র প্রার্থী আনারসের জুলফিকার টিপুর সমর্থকদের কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ৬ জন আহত হয়েছেন। শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

one pherma

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনা জানার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।

ইবাংলা /টিআর/১ জানুয়ারী

Contact Us