নতুন বছরে মুমিনুলের ছোট লক্ষ্য

ক্রীড়া ডেস্ক

আর আট উইকেট পেলে চতুর্থ নিউজিল্যান্ডার হিসাবে ৩০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করবেন ট্রেন্ট বোল্ট। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসাবে ৫০০০ টেস্ট রানের মাইলফলক স্পর্শ করতে মুশফিকুর রহিমের প্রয়োজন ১৪৪ রান।

Islami Bank

এই লেখা যখন পড়ছেন, ২০২২ সাল শুরু হয়ে গেছে। নতুন বছরের প্রথমদিন মাঠে নেমে গেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে শুরু হয়ে গেছে প্রথম টেস্ট। পেছনে চলে গেল ২০২১। বিদায়ি বছর বিস্মৃত হলেই ভালো বাংলাদেশের ক্রিকেটের জন্য।

সাত টেস্টের পাঁচটিতে হার যে বছরে, সেই বছরটিকে কে মনে রাখতে চাইবে? মুমিনুল হকও মনে রাখতে চান না। ‘২০২২-এ কী হবে, এই মুহূর্তে ভাবতে চাই না। এই সিরিজে ফোকাস করছি। কতটা ভালো খেলা যায়, জেতা যায়-এটুকুই শুধু ভাবনাজুড়ে। দূরের কথা না ভেবে ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোতে চাই,’ বলেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।

one pherma

অতীত নিয়ে পড়ে না থেকে নতুন বছর ভালোভাবে শুরু করতে চান মুমিনুল। ‘মসৃণ সূচনা বাকি পথটুকু সহজ করে দেয়। জানি, নিউজিল্যান্ডে আমরা কখনো ভালো করতে পারিনি। তবে বর্তমান সময়টায় ভালো করতে হলে আশা আঁকড়ে থাকাটাই শ্রেয়,’ বলেছেন মুমিনুল।

তিনি যোগ করেন, ‘আমি যদি পরের বছর এই সময়ে অধিনায়ক থাকি আর আমাদের দলের অবস্থান যদি দশম হয়, তাহলেও একই কথা বলব (এটাই যে ২০২৩ আমাদের ভালো যাবে)। এ বছর বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। ভুল থেকে শিক্ষা নিতে চাই।’

ইবাংলা / নাঈম/ ০১ জানুয়ারি, ২০২২

Contact Us