ডিসেম্বরে সড়কে প্রাণ গেল ৬৬ শিক্ষার্থীসহ ৪১৮ জনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কমছে না সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। গত মাসেও (ডিসেম্বর) সারাদেশে ৬৬ জন শিক্ষার্থীসহ ৪১৮ জনের মৃত্যু হয়েছেন। মোট নিহতের মধ্যে ৬৩ জন নারী ও ৪৯ জন শিশু রয়েছে। শনিবার (১ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Islami Bank

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত মাসে সারাদেশে ৩৮৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহত ৪১৮ জনের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১৭৮ জনের মৃত্যু হয়। যা মোট মৃত্যুর ৪৩ দশমিক ৬০ শতাংশ। এ ছাড়াও নিহতদের মধ্যে ১২৭ জন পথচারী এবং ৬৯ জন যানবাহন চালক বা হেলপার রয়েছে।

অঞ্চলভিত্তিক বিশ্লেষণে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ১০২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৩ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। ১৬টি দুর্ঘটনায় নিহত ১৯ জন।

one pherma

এ ছাড়া একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ২৩টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হন। সবচেয়ে কম সুনামগঞ্জ জেলায়। ৩টি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। রাজধানী ঢাকায় ১৫টি দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। উল্লেখ্য, গত নভেম্বর মাসে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৪১৩ জন নিহত হয়েছিলেন।

ইবাংলা / নাঈম/ ০১ জানুয়ারি, ২০২২

Contact Us