নতুন বছরের প্রথম অধিবেশন বসছে রোববার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন বছরে (২০২২ সালে) সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী রোববার (১৬ জানুয়ারি)। শনিবার (১ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Islami Bank

বিজ্ঞপ্তির তথ্যমতে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০২২ সালের রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪ টায় একাদশ জাতীয় সংসদের ষষ্ঠদশ অধিবেশন আহ্বান করেছেন। রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

one pherma

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।

ইবাংলা / নাঈম/ ০১ জানুয়ারি, ২০২২

Contact Us