রাজধানীর তুরাগে আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তুরাগে একটি বসতবাড়িতে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোরে তুরাগের চণ্ডালভোগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

Islami Bank

তুরাগ থানার এসআই সজল কান্তি রায় এবং স্থানীরা গণমাধ্যমকে এ আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, প্রথমে বিদ্যুতের খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয়। এর পর সেই আগুন পাশের টিনশেডঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।

one pherma

খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইবাংলা / টিআর /৪ জানুয়ারী

Contact Us