প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের বিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় নেতা কর্মীদের সাথেই বিবাদে জড়িয়ে ধাওয়া পাল্টা ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে নেতাদের সঙ্গে অবস্থানকে কেন্দ্র করে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের হয়। এতে আহত হয় সংগঠনটির সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ।

Islami Bank

আরও পড়ুন: ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নেতাদের সঙ্গে অবস্থানকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সংঘর্ষ হলে নেতাকর্মীরা ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোঁড়াছুঁড়িতে লেখক ভট্টাচার্যসহ ছাত্রলীগের দুই গ্রুপের অন্তত ১০-১৫ জন নেতাকর্মী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

টাঙ্গাইল :

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ছাত্রলীগের আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালিতে মারধরের ঘটনা ঘটেছে। এতে শান্ত সিকদার নামে এক ছাত্রলীগকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের সবুর খান টাওয়ারের সামনে দুইপ‌ক্ষের হাতাহাতির ঘটনা ঘটে।

one pherma
অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়।

আহত শান্ত সিকদার জানান, ছাত্রলীগের অনুষ্ঠানে যাওয়ার পর তুর্য্য নামের এক ছেলে তাকে ডেকে শহরের সবুর খান টাওয়ারের সামনে নিয়ে যায়। এ সময় তারা আমাকে লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করেন। পরে দৌড়ে পালিয়ে যাই। এ সময় হামলাকারীরা তার মোবাইলফোন ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন শান্ত।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে হাতাহাতির বিষয়টি অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান বলেন, র‌্যালির মিছিলের ব্যানার ধরতে যাওয়া নিয়ে একটু ধাক্কাধাক্কি হয়েছে।

ইবাংলা / টিপি/ ০৪ জানুয়ারি, ২০২২

Contact Us