মেয়রের গাড়ি থেকে ২০০ কেজি কোকেন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

নাইজারের উত্তরাঞ্চলে স্থানীয় এক মেয়রের সরকারি গাড়ি থেকে ৮৭ লাখ ডলার মূল্যের ২০০ কেজিরও বেশি কোকেন উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি টাকায় যার মূল্য ৭৪ কোটি ৬৭ লাখ ২১ হাজার টাকা।

Islami Bank

নাইজারের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ দফতর সেন্ট্রাল অফিস ফর রিপ্রেসবন অব ইলিসিট ড্রাগ ট্রাফিকিং (ওটিআরটিআইএস) সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তবে বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এক চালানে এত বিপুল পরিমাণ কোকোন এর আগে নাইজারে জব্দ করা বলে জানান হয়।

তবে দেশটির দুই পুলিশ কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, নাইজারের উত্তরাঞ্চলীয় মরু এলাকার বাণিজ্যকেন্দ্র আগাদেজে যাওয়ার পথে এক চেকপয়েন্টে আটক করা হয় ট্রাকটি। তারপর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ কোকেন।

one pherma

ওই মেয়র এবং তার গাড়িচালক সে সময় ট্রাকটিতে ছিলেন। উভয়কেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা আরও জানিয়েছেন, গাড়িটি মেয়রের ব্যক্তিগত নয়। পেশাগত দায়িত্ব পালনের জন্য সরকার থেকে এই গাড়িটি তাকে দেওয়া হয়েছিল

গত কয়েক বছরে দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপে মাদক চোরাচালানের জনপ্রিয় রুট হয়ে উঠেছে ব্যবহৃত হচ্ছে আফ্রিকার দেশগুলো। গত অক্টোবরে নাইজারের পার্শ্ববর্তী দেশ সেনেগালের উপকূলবর্তী একটি জাহাজ থেকে ২ টন কোকেন উদ্ধার করা হয়েছিল। এর আগে গত বছর জানুয়ারি গাম্বিয়ায় জব্দ করা হয়েছিল ৩ টন কোকেন।

ইবাংলা / টিপি/ ০৪ জানুয়ারি, ২০২২

Contact Us