মোহাম্মদ মিঠুনের ডাবল সেঞ্চুরি!

ক্রীড়া প্রতিবেদক

 

Islami Bank

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর ফাইনালে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে মোহাম্মদ মিঠুন। সাউথ জোনের বিপক্ষে দলকে বিপর্যয়ের হাত থেকে উদ্ধার করতে ব্যাটকে খাপখোলা তরবারি বানিয়ে এই দুর্দান্ত মাইলফলকটি স্পর্শ করলেন এই ডানহাতি ব্যাটার।

১৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা সেন্ট্রাল জোনকে খাদের কিনারা থেকে তুলে আনেন মিঠুন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন শুভাগত হোম চৌধুরী। মিঠুনের দারুণ ব্যাটিংয়ে ইনিংসের শুরুতে বিপর্যয়ে পড়েও পরবর্তীতে লিড নিতে সক্ষম হয় তারা।

one pherma

সেঞ্চরি তুলে নিয়ে শুভাগত সাজঘরে ফিরলেও মিঠুন আদায় করে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ২৭টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ৩০৬ বলে ২০৬ রানের ঝলমলে ইনিংস খেলেন সেন্ট্রাল জোনের ওই ওপেনার।

ইবাংলা / টিআর /৪ জানুয়ারী

Contact Us