নলকূপ পাহারাদারকে অপহরণ

ইবাংলা ডেস্ক

ফরিদপুরের বোয়ালমারীতে সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (৩ জানুয়ারি) দিনগত রাতে পাহারারত অবস্থায় এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে।

Islami Bank

জানা গেছে, উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের মারুফ সেখ (৫৪) পার্শ্ববর্তী গ্রামের গোলাম কুদ্দুছ মোল্যার গভীর নলকূপ পাহারা দিয়ে আসছিলেন। বাৎসরিক চুক্তিতে সেই নলকূপ চালাতেন এবং পাহারা দিতেন তিনি।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে মারুফ সেখ বাড়িতে না এলে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। তবে কোথাও তার সন্ধান পাননি। ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ অপহরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা পরিবার ও স্থানীয়দের।

অপহৃত পাহারাদার মারুফ শেখের ভগ্নিপতি স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহেব মেম্বারের (সাবেক) দল করি। ওয়ার্ডের সাবেক সভাপতি মঞ্জু মেম্বারের (সাবেক) সঙ্গে আমাদের দ্বন্দ্ব আছে। এ বছর সাহেব মেম্বার এবং মঞ্জু মেম্বারের স্ত্রী সদস্য (মেম্বার) নির্বাচন করে পরাজিত হন। এতে মেম্বার নির্বাচিত হন আলমগীর মোল্যা। মঞ্জু মেম্বারের দলীয় লোক ওহাব মোল্যার ছেলে বাকির মোল্যা এ অপহরণের সঙ্গে জড়িত থাকতে পারেন। কারণ বাকির মোল্যারা এর আগেও আমাদের অনেক ক্ষতি করেছে।

one pherma

এসব অভিযোগ অস্বীকার করে মঞ্জু মেম্বার বলেন, বাকির মোল্যা আমার দলের লোক নয়।

মারুফের অপহরণের বিষয়ে তিনি বলেন, এটা কীভাবে কী হয়েছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমার জানামতে মারুফের কোনো শত্রু ছিল না। এছাড়া প্রশাসন তদন্ত করলেই এর সত্যতা বেরিয়ে আসবে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। মেম্বার নির্বাচন নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বের বিষয়টি তারা বলেছেন। এ বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। নির্বাচনের দ্বন্দ্বের বিষয়টি মাথায় রেখে এবং আরও কিছু বিষয়কে সামনে রেখে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানা যাবে।

ইবাংলা / এইচ / ০৪ জানুয়ারি, ২০২২

Contact Us