৮ ঘণ্টার কম ঘুমে ডেকে আনছে মারাত্মক সব রোগ

সুস্থ থাকার জন্য দিনে অন্তন ৮ ঘণ্টার ঘুমের কথা বলা হলেও ব্যস্ততার কারণে অনেকেই রাতের ঘুম বিসর্জন দেন। কিন্তু গবেষণা বলছে, দিনে যারা ৮ ঘণ্টা ঘুমোন না, তাঁদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি শরীরের বিপাক ক্ষমতা নষ্ট হয়ে যায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

Islami Bank

ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার প্রফেসর সিওভান ব্যাঙ্কস বলেছেন যে, গত পনের বছর ধরে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যে দীর্ঘমেয়াদী সময় ধরে কম ঘুমানো স্থূলতা, টাইপ ২ ডায়াবেটিস এবং এমনকি ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

প্রতিদিন আট ঘণ্টার কম ঘুম স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। খাদ্য সঠিকভাবে হজম করার ক্ষমতা কমে যায় এর ফলে, শরীরের রোগ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাও কমে যায়। অনেকের স্মৃতিশক্তিও হ্রাস পায় এর ফলে।

প্রফেসর সিওভান ব্যাঙ্কস তাঁর গবেষণায় তুলে ধরেছেন যে, একটানা যাঁরা ৮ ঘণ্টা ঘুমনোর সুযোগ পান না তাঁরা দিনের অন্য কোনও সময় ঘুমিয়ে তা পূরণ করে নিতে পারেন। এমনকি, অফিসের কাজের ফাঁকে খুব ক্লান্ত লাগলে ৩০ থেকে ৪০ মিনিটের পাওয়ার ন্যাপও নিয়ে নিতে পারেন।

one pherma

তবে, মনে রাখতে হবে রাতের একটানা ঘুম সবথেকে বেশি প্রয়োজনীয়। কারণ এই সময় আমাদের মস্তিষ্ক গঠন পায়। আবার রাতের ঘুমকে দুটি ভাগে ভাগ করা সম্ভব- আরইএম (REM) এবং নন আরইএম (Non-REM Sleep)। আরইএম স্লিপ ৫ থেকে ১৫ মিনিট চলে। প্রথমে আমাদের চোখ বন্ধ হয়। তারপর আলকা নিদ্রাভাব আসে ও তারপর আমরা পৌঁছে যাই গাঢ় ঘুমে।

ঘুমের আধ ঘণ্টা থেকে ৯০ মিনিট পর আমরা নন আরইএম স্লিপের পর্যায়ে প্রবেশ করি। সাধারণত এই সময়তেই আমরা স্বপ্ন দেখি কারণ এই সময় আমাদের মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে। এই সময় মস্তিষ্কের সেই সমস্ত অংশ উদ্দীপিত হয় যা আমাদের নতুন কিছু শিখতে ও প্রোটিন উৎপাদন করতে কাজ করে।

ইবাংলা / এইচ / ০৪ জানুয়ারি, ২০২২

Contact Us