ভোটকেন্দ্রের পাশ থেকে অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বাচারগাঁ ভোটকেন্দ্রের পশ্চিম পাশের ঝোপের ভেতর দেশীয় এলজি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। সকাল পৌনে ১০টার দিকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

Islami Bank

জেলা পুলিশ সূত্র জানায়, বুধবার (৫ জানুয়ারি) সোনাইমুড়ী উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালে ১০ নম্বর আমিশাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাচারগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পশ্চিম পাশে শহিদুল ইসলামের বাড়ির পাশের ঝোপের ভেতর দেশীয় এলজি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার সংবাদ পাওয়া যায়।

one pherma

এরপর নির্বাচনের দায়িত্বে টহলরত পুলিশের একটি দল অস্ত্র উদ্ধার করে। তবে কে বা কারা সেখানে রেখেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পুলিশ এখনো উদ্‌ঘাটন করতে পারেনি। জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বলেন, অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। কে বা কারা এলজি সেখানে রেখে গেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

ইবাংলা / টিআর /৫ জানুয়ারী

Contact Us