ছবিতে মিমের বিয়ের এক ঝলক

বিনোদন ডেস্ক

ছয় বছরের প্রেম, অবশেষে ভালোবাসার মানুষটির গলাতেই মালা পরালেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গাটছড়া বাঁধেন মিম।বিয়েতে মিম সেজেছিলেন ভারতের বিখ্যাত পোশাক ডিজাইনার সব্যসাচীর নকশা করা লেহেঙ্গা, মাথায় ছিল সোনালি জরির ওড়না। দূরে বসা সহকর্মীরা বলছিলেন, ‘পরীর মতো লাগছে।’ সনিকেও দারুণ মানিয়েছে তাঁর পাশে।দুজন দুজনের জন্য একেবারে পারফেক্ট। মঞ্চে তখন হাস্যোজ্জ্বল মিম দিনটির স্মৃতি ধরে রাখতে ব্যস্ত আলোকচিত্রীর ক্যামেরায়। বহুবার ক্যামেরার সামনে দাড়ান মিম বলেন ‘এ তো জীবনযাত্রার ফটোশুট, নতুন জীবন শুরুর, তাই এই অভিজ্ঞতার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না।

Islami Bank

২০১৬ সালের ১১ অক্টোবর সনি প্রেমের প্রস্তাব দেন। ততদিনে সানিকেও মনে ধরেছে তার। তাই প্রস্তাবে রাজি হয়ে যান মিম। মনের লেনাদেনা চলতে থাকে সবার অগোচরে।

ছয় বছর লুকিয়ে প্রেম করার পর গত বছরের ১০ নভেম্বর বাগদান করেন মিম ও সনি। তখনই এই সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। যদিও তখন মিম জানিয়েছিলেন, সহসা বিয়ের পরিকল্পনা নেই। তবে দু’মাস যেতে না যেতে বিয়েটা সেরেই ফেললেন।

one pherma

ইবাংলা / টিপি /৫ জানুয়ারি

Contact Us