পুলিশের অভিযানে বিএনপির ৪৪ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

বিএনপির আয়োজিত চট্টগ্রাম নগরীর প্রেসক্লাবের সামনে করা মানববন্ধন থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। পরে আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে দলটির ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

Islami Bank

৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ ঘোষণা করে চট্টগ্রাম নগর বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, বিএনপির ফুটপাতে মানববন্ধন করার কথা ছিল। কিন্তু ঝামেলা করার জন্য পরিকল্পিতভাবে দুই হাজার মানুষ নিয়ে প্রেসক্লাবের সামনের রাস্তা ব্লক করে দেয় তারা। তাদের রাস্তা থেকে সরে যেতে বললে বিনা উসকানিতে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করা হয়েছে।

one pherma

মানববন্ধন চলাকালে প্রেসক্লাবের সামনে রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মানববন্ধন থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ইবাংলা / টিপি /৫ জানুয়ারি

Contact Us