সেফটি ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

সাইদুর রহমান তসলিম, নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে হরিনারায়ন গ্রামে বাথরুমের স্যানিটারী (সেফটি) ট্যাংক থেকে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

Islami Bank

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে মনোহরদীর হরিনারায়নপুর গ্রামে বাড়ীর বাথরুমের স্যানিটারী ট্যাংক থেকে এক শিশুর লাশ উদ্ধার হয়। মনোহরদী থানার ওসি তদন্ত জিএম সালাহউদ্দিন জানান, মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরের পর থেকে শিশুটি নিখোঁজ ছিলো। তার পরিবারের লোকজন সারাদিন তাকে খোঁজাখুঁজি করতে থাকে।

one pherma

রাতে বাড়ীর স্যানিটারী ল্যাট্রিনের ভাঙ্গা ট্যাংকের ভেতর থেকে তার লাশ উদ্ধার হয়। শিশুটি হরিনারায়নপুর গ্রমের রাজমিস্ত্রি মাসুমের কন্যা। তার নাম লামিয়া, বয়স ৫ বছর। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ইবাংলা / টিআর /৫ জানুয়ারী

Contact Us