নোয়াখালীর ২ বিএনপি নেতাকে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নোয়াখালী পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ করার অভিযোগে নোয়াখালী জেলা বিএনপির দুই নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি।

Islami Bank

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ ও নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু নাছের।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

one pherma

অব্যাহতি পত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপস্থি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্র বিধি মোতাবেক নির্দেশক্রমে বিএনপির পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হলো।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, অব্যাহতি পাওয়া নেতাদের পরিবর্তে সহ-সাংগাঠনিক সম্পাদক ও সহসভাপতি পদে দায়িত্বে থাকা নেতারা গঠনতন্ত্র অনুযায়ী দলের দায়িত্ব পালন করবেন।

ইবাংলা /এইচ/৫ জানুয়ারি, ২০২২

Contact Us