শিশু বিশেষজ্ঞ ডাক্তার এইচএসসি পাস

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

এমবিবিএস পরিচয়ে প্রতারণার দায়ে এইচএসসি পাস মহিউদ্দিন মাসুদ (৩৮) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর সবুজবাগের সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে ঐ ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) র‌্যাব-৩ এর অপারেশন অফিসার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন।

Islami Bank

তিনি বলেন, মাসুদ নিজেকে ভুয়া এমবিবিএস (ডিইউ) পি.জি.টি (মেডিসিন ও শিশু) মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ, চর্ম, যৌন, নাক, কান ও গলা রোগে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিতেন। দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা প্রদান করে আসছেন তিনি। বিভিন্ন ঔষধ কোম্পানির সঙ্গে চুক্তি করে রোগ শনাক্তকরণের নাম করে রোগীদেরকে অযথা বিভিন্ন পরীক্ষার নির্দেশনা দিতেন।

এছাড়া তিনি ক্যামেরা যুক্ত ১টি কলম ব্যবহার করতেন, যার বাজার মূল্য ৪৫ হাজার টাকা। তার নির্দেশনা পত্র এবং পরীক্ষাগুলোর নাম ক্যামেরা সংযুক্ত কলমের মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানির রেকর্ডে চলে যেত। এর মাধ্যমে তিনি কোম্পানিগুলো থেকে বড় অংকের অবৈধ অর্থ পেতেন।

one pherma

ফারজানা হক আরো জানান, মাসুদের চেম্বার থেকে ১টি নেমপ্লেট, ৫০০টি ভিজিটিং কার্ড, ২৫টি সিল, ২০০টি প্রেসক্রিপশন, ২টি মোবাইলফোন, ১টি গোপন কলম ক্যামেরা এবং নগদ ৪ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া ডাক্তার মাসুদ জানান, তিনি মূলত বরিশালের একটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তার কোনো বৈধ ডাক্তারি সনদপত্র নেই। প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা প্রদান করে আসছেন তিনি।

ইবাংলা /  নাঈম/ ০৬ জানুয়ারি, ২০২২

Contact Us