অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার-বান্দরবান সীমান্তের নাইক্ষ্যংছড়িতে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ৪ জন রোহিঙ্গাকে আটক করেছে। এ সময় দুটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

Islami Bank

শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন বনে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১৫ এর একটি দল। আটক ব্যক্তিরা হলেন, মোহাম্মদ নূর (৩২), নাজিমুল্লাহ (৩৪), মো. আমান উল্লাহ (২৩), মো. খাইরুল আমিন (১৯)। তারা সবাই কক্সবাজার উখিয়া কুতুপালং ক্যাম্পের বাসিন্দা।

one pherma

জানা গেছে, শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ৪ জনকে আটক করা হয়। এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ অধিনায়ক তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা /টিআর / ৭ জানুয়ারি

Contact Us