সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পিকআপ-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকালে মধুরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে এক শিশু ও এক নারীও আছে। নাম জানাতে না পারলেও তারা সম্পর্কে মা-মেয়ে বলে জানিয়েছে পুলিশ। মারা যাওয়া অন্যজনের বাড়ি শেরপু‌রের শ্রীবরদী। তার নামও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ বা স্থানীয় কেউই।

one pherma

মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল বলেন, সকালে মধুপুরের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। যানটি মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালি ফিলিং স্টেশনের কাছে পৌঁছার পর জামালপুরগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু ও তার মাসহ তিনজন নিহত হয়। নিহতদের পরিচয় শনাক্তে চেষ্টা করছে পুলিশ।

ইবাংলা /টিআর / ৭ জানুয়ারি

Contact Us