পাঁচ দফা দাবি শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার খুলে দেওয়া ও মাদ্রাসার জায়গায় অধিদফতর নির্মাণ না করার দাবিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করছে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় শুরু হয় এ মানববন্ধন। মাদ্রাসার আল্লামা আশগরী হলের গেটের সামনে তারা মানববন্ধন করছেন।

                                                           শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-
১. কোনো অবস্থাতে আবাসিক হল বন্ধ করা যাবে না।
২. শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করতে হবে।
৩. হল প্রাঙ্গণে অধিদফতর নির্মাণ করা যাবে না।
৪. সাধারণ শিক্ষার্থীদের উপর আরোপিত সকল প্রকার হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৫. শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোন ধরনের বাণিজ্য করা চলবে না।

মানববন্ধনে বর্তমান ও সাবেক ছাত্রনেতারাসহ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব জায়গায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ভবন নির্মাণে শিক্ষার্থীরা বাঁধা দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও হল বন্ধের ঘোষণা দিয়েছে মাদ্রাসা প্রশাসন।এমন ঘোষণার প্রতিবাদে ৩য় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা।

ইবাংলা /  নাঈম/ ০৮ জানুয়ারি, ২০২২

Contact Us