খুলনা বিভাগ করোনার হটস্পট, একদিনে ৫১ মৃত্যু

ডেস্ক রিপোর্ট :

কোভিড-১৯ মহামারির হটস্পটে পরিণত হয়েছে খুলনা অঞ্চল। বৃহত্তর খুলনায় বুধবার (৭ জুলাই) সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় আরও ৫১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩২ জন।

Islami Bank

এর আগের ২৪ ঘণ্টায় বুধবার (৭ জুলাই) রেকর্ড ৬০ জনের মৃত্যুর পর বৃহস্পতিবার (৮ জুলাই) আরও ৫১ জন যোগ দিলেন মৃত্যুর মিছিলে। বিশেষজ্ঞরা বলছেন কোভিড-১৯ মহামারির হটস্পটে পরিণত হয়েছে খুলনা।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল। আর একইদিন সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

one pherma

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। এছাড়া বাগেরহাটে একজন, যশোরে ছয়জন, নড়াইলে তিনজন, মাগুরায় তিনজন, ঝিনাইদহে তিনজন, কুষ্টিয়ায় ১০ জন, চুয়াডাঙ্গায় তিনজন এবং মেহেরপুরে একজন মারা যান।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৫৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৭৬ জন।

ই-বাংলা/ করো ই/ ৮ জুলাই, ২০২১

Contact Us