নাসিক নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতিশ্রুতির ফুলঝুড়ি আর আশা ভরসার মধ্যে দিয়ে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে প্রচার-প্রচারণা। শুক্রবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে আনুষ্ঠানিকভাবে আর কোন প্রচার-প্রচারণা করতে পারবে না প্রার্থীরা। ফলে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী সকালে তাঁর নিজ বাসায় সংবাদ সম্মেলন করেছেন।

Islami Bank

এসময় সংবাদ সম্মেলনে আইভী বলেন, ‘আমাকে পরাজিত করতে অনেক পক্ষ হয়েছে। কীভাবে আমাকে পরাজিত করা যায় তার চেষ্টা অনেকেই করে যাচ্ছে। তবে সবাই জানে বিপুল ভোটের ব্যাবধানে আমাদের বিজয় সুনিশ্চিত।’

নির্বাচনে সহিংসতার প্রশ্নে আইভী বলেন, ‘আমি সহিংসতার বিপক্ষে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুর আলম খন্দকার আমার সম্পর্কে চাচা। আমাদের বাসায় তার অনেক আগে থেকে যাতায়াত রয়েছে। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু ভোটযুদ্ধে আমরা প্রতিপক্ষ।’

আইভী আরও বলেন, ‘সহিংসতা হলে আমারই ক্ষতি হবে। আমার যে কেন্দ্রগুলো জমজমাট, ভোট বেশি, সেখানে অন্যরা সমস্যা করতে পারে। যাতে আমার ভোটাররা কেন্দ্রে না আসতে পারে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা যেন সজাগ থাকে সেটা বলেছি।’

one pherma

কেন্দ্রীয় নেতারা নির্বাচন প্রভাবিত করার জন্য এখানে আসছে এমন অভিযোগের জবাবে আইভী বলে, ‘ঢাকা থেকে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে এসেছে তারা। এখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করছে। তারা আমার জয় নিয়ে শঙ্কিত নয়, কখনো ছিল না। তাই প্রভাবিত করার কিছু নেই।’

আগের নির্বাচনগুলোর চেয়ে এই নির্বাচন কঠিন হবে কি না এমন প্রশ্নে আইভী বলেন, ‘সবগুলো নির্বাচনই চ্যালেঞ্জিং ছিল। এই নির্বাচনে চ্যালেঞ্জ একটু বেশি।

ইবাংলা/ ই/ ১৪ জানুয়ারি, ২০২২

Contact Us