মাদকবিরোধী অভিযানে আটক ৭৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৭৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।(বৃহস্পতিবার) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Islami Bank

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য জানান।তিনি বলেন, এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৪৯৬পিস ইয়াবা, ৩১৭ গ্রাম ১০০০ পুরিয়া ২০ পাতা হেরোইন, ৫ কেজি ৪৮৫ গ্রাম ১৫০ পুরিয়া গাঁজা ও ২১ লিটার দেশি মদ জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

one pherma

ইবাংলা /  নাঈম/ ১৪ জানুয়ারি, ২০২২

Contact Us