যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আর হুঁশিয়ারি সত্ত্বেও আবার দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, জাতিসংঘ নিন্দা জানানোর পরও মিসাইল পরীক্ষা অব্যাহত রেখেছে পিয়ংইয়ং।
স্থানীয় সময় সোমবার (১৭ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান বিমানবন্দর থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। তবে সেগুলোর লক্ষ্যবস্তু কতদূর ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জাপান সরকারও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে, এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য এটি হুমকি স্বরুপ। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সংশ্লিষ্টদের এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশনা দিয়েছেন এবং জাহাজ ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। জাপানের কোস্ট গার্ড তাদের জলসীমার মধ্যে থাকা জাহাজগুলোকে সতর্ক করে দিয়েছে। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উত্তর কোরিয়া চলতি বছরের শুরুতেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শুরু করে। গত সপ্তাহেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় দেশটি। সেটি পর্যবেক্ষণ করেন দেশটির নেতা কিম জন উন। শুক্রবারও (১৪ জানুয়ারি) ট্রেন থেকে দুটি মিসাইল ছুড়ে দেশটি।
ইবাংলা /টিপি /১৭ জানুয়ারি