লেখক, কলামিষ্ট ও সিনিয়র সাংবাদিক নাসিম আনোয়ার তার নিজের ফেসবুকে লিখেছেন, লেখাটি হুবহুব তুলে ধরা হলো ই-বাংলা.প্রেসে- করোনা কালীন লকডাউনে লাশের মিছিলের মধ্যে পুলিশের উল্লাস।
দেশব্যপী অসাধু পুলিশ সদস্যারা চালাচ্ছে তসন্ডব। রমরমা ঘুষের বসজার,এই ঘুষ বানিজ্যের খবর শুধু ভুক্তভোগীরাই জানেন। এ যোনো রাষ্ট্রীয় সন্ত্রাস ‼️ গ্রেফতার; টাকা পেলেই মুক্তি মেলে। এই চিত্র রাজধানী ঢাকাসহ সারা দেশের।
রাজধানীর সবুজ বাগ থানাধীন নন্দীপাড়া এলাকায় টুপড়িত করে ফল বিক্রি করছিলেন, একজন ব্যবসায়ী। ব্যবসায়ীর ঘরে খাবার নেই। তাই কয়েকটি আম নিয়ে বসেছিলেন। পুলিশ দেখে পালাতে চাইলেও,পারনি, তাকে আটক করে। পাঁচ হাজার টাকার বিনিময়ে তার মুক্তি মেলে। এমন অসংখ্য চিত্র সমগ্র দেশ জুড়ে।
সাতক্ষীরার ওলিউল ইসলাম ২’শ টাকার বিনিময়ে পুলিশের হাত থেকে ছাড়া পেলেও,অক্সিজেন নিয়ে বাড়ি পৌঁছে, বাবা রজবআলি কে আর বাঁচাতে পারলেন না। 😭করোনা আক্রান্ত বাবা রজব আলী, অক্সিজেন না পেয়ে মারা গেলেন।
বুধবার (৭ জুলাই) সকালে ওলিউল ইসলাম তার করোনা আক্রান্ত বাবার জন্য মোটরসাইকেলে অক্সিজেন নিয়ে বাড়ি যাচ্ছিলেন। জনৈক পুলিশ কর্মকর্তা এএসআই সুভাষ বিশ্বাস তাকে আটকে রাখেন দীর্ঘসময়। পরবর্তীতে ২’ শ টাকা বিনিময়ে তাকে ছেড়ে দেয়া হলেও ওলিউল তার বাবা রজব আলী কে বাঁচাতে পারেন নি।
দেশবাসীর টের পাচ্ছেন, করোনাকালীন সময় পুলিশ কতোটা বেপরোয়া।‼️ অপরদিকে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লাকে স্যার না বলে, আপা বলে সম্বোধন করায় ৭ জুলাই বৃহাস্পতি বার বিকালে, স্থানীয় জায়গির বাজারে, তপন দাস নামের এক ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়েছেন💘। সূত্র : Nasim Anwar is with Zahirul Alam Pilu ফেসবুক।
ই-বাংলা/ আইএফ/ ১০ জুলাই, ২০২১