‘নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে’

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। উক্ত কর্মী সমাবেশে খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি মুঠোফোনের মাধ্যমে যোগদেন।

Islami Bank

তিনি বলেন, দেশে এমন একজনকেও পাওয়া যাবে না যে আওয়ামীলীগ সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যা কৃষক তারা কৃষক ভর্তিকি পায়, যারা চাকুরীজীবি তারাও বিভিন্ন সুযোগ সুবিধা পায়, যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে তারা সরকারী বই এবং উপবৃত্তি পায়, এছাড়া বয়স্কভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, ভিজিডি, ভিজিএফ এমনকি হিজড়া ভাতাও প্রদান করছে এ সরকার।

খাদ্যমন্ত্রী আরো বলেন, এ নৌকা বজলুর রহমান নঈমের না, এ নৌকা নূহ নবীর নৌকা, এ নৌকা স্বাধীনতার প্রতীক, এ নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এ নৌকা শেখ হাসিনার নৌকা। এ নৌকাকে ভোট দিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এ নৌকার সম্মান রাখতে হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকাকে জয়যুক্ত করতে হবে। ছাগলের তিন নম্বর বাচ্চাকে ভোট দিয়ে কোন লাভ হবে না।

one pherma

নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী (নৌকা) আলহাজ্ব বজলুর রহমান নঈমের সভাপতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াসিম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, আব্দুর রহমান, আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মোশারফ হোসেন বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত, আশরাফুৎ দৌলা মিলন, হুমায়ন কবির।

ইবাংলা /টিআর/ ১৮ জানুয়ারি

Contact Us