হরিণের মাংসসহ চোরা শিকারী আটক

জসিম উদ্দিন, বাগেরহাট

সুন্দরবন রক্ষায় নিয়োজিত বনরক্ষীদের উদাসীনতায় সুন্দরবন থেকে অবৈধভাবে হরিণ শিকার অব্যাহত রেখেছে চোরা শিকারিরা। বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ একজন চোরা শিকারি আটক হয়েছে। উদ্ধারকৃত ২৭ কেজি হরিণের মাংসসহ চোরা শিকারি জাফর সানাকে (৩৯) সুন্দরবনের কালাবগী ফরেষ্ট স্টেশন অফিসে সোপর্দ করা হয়েছে।

বাগেরহাটের মোংলাস্থ কোষ্টগার্ড পশ্চিমজোনের জোনাল কমান্ডারের পক্ষে লেঃ কমান্ডার বিএন এম মামুনুর রহমান মঙ্গলবার বিকালে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে বিসিজি আউট পোষ্ট নলিয়ান টহল টিম সোমবার (১৮ জানুয়ারি) রাতে খুলনার দাকোপ থানার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে ২৭ কেজি হরিণের মাংসসহ জাফর সানাকে আটক করে।

আটক জাফর সানা দাকোপ কালাবগী এলাকার রহিম সানার ছেলে। সে চিহ্নিত চোরা শিকারি। উদ্ধার করা হরিণের মাংসসহ জাফর সানাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কালাবগী ফরেষ্ট ষ্টেশনে সোপর্দ করা হয়েছে। সুন্দরবনের বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড অগ্রণী ভুমিকা রাখছে বলে ওই কর্মকর্তা জানান।

ইবাংলা /টিআর/ ১৮ জানুয়ারি

Contact Us