বৃদ্ধাশ্রমে আগুনে পুড়ে পাঁচজনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

স্থানীয় সময় বুধবার (১৯ জানুয়ারি) ভোরে স্পেনের পূর্বাঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে আগুনে পুড়ে পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। স্প্যানিশ জরুরি বিভাগের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

Islami Bank

মঙ্গলবার (১৮ জানুয়ারি) গভীর রাতে ভ্যালেন্সিয়ার মনকাডা এলাকায় একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৬টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয় বলে জানিয়েছে স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের অগ্নিনির্বাপণ দফতর ।

one pherma

তাদের পক্ষ থেকে আরও জানান হয়, আগুনে পুড়ে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট তীব্র ধোয়ায় অসুস্থ হয়ে পড়া ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া আরও ২৫ জনকে উদ্ধার করা হয়। পরে ভবনটিতে অবস্থানরত মোট ৭০ জনকে নিরাপদে সরিয়ে নেন দমকল কর্মীরা। শর্ট সার্কিটের মাধ্যমে ভবনে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্প্যানিশ কর্মকর্তারা।

ইবাংলা /টিপি/ ১৯ জানুয়ারি, ২০২২

Contact Us