ঢাবির সমুদ্রবিজ্ঞান শিক্ষক হলেন বরিশালের মেয়ে

ই-বাংলা রিপোর্ট :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের লেকচারার পদে নিয়োগ পেয়েছেন বরিশালের মেয়ে নুসরাত জাহান সিমু। গত ২১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যদের এক সভায় সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক পদে তাকে নিয়োগের আদেশ জারি করা হয়।

Islami Bank

সিমু ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি ও এইচএসসি পাস করেন। পরে ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও ২০১৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

one pherma

নুসরাত জাহান সিমু বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের স্ত্রী।

ই-বাংলা/ আইএফ/ ১০ জুলাই, ২০২১

Contact Us