স্বদেশের মাটিতে বিয়ে করা ইচ্ছেটা কেড়ে নিলো করোনাভাইরাস

ই-বাংলা প্রবাস ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় করোনায় একদিনে দুই বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) একদিনে দু’জন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

Islami Bank

দেশটির প্রিটোরিয়ার ইয়েসট্রেস এলাকায় চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বাসিন্দা জাহিদুল ইসলাম ১২ দিন আগে করোনা আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেছেন। জাহিদুল দীর্ঘ দিন থেকে ওই এলাকায় বসবাস করে আসছিলেন। চলতি বছর বিয়ে করার জন্য দেশে আসার কথা থাকলেও করোনার কাছে হার মানলেন জাহিদুল ইসলাম নামে এই প্রবাসী।

one pherma

অপরদিকে একই দিন দেশটির কোয়াজুলু নাটাল প্রদেশের নিউ ক্যাসেলে করোনা আক্রান্ত হয়ে আরেক বাঙইল প্রবাসী টাঙ্গাইলের মির্জাপুরের বাসিন্দা মুহাম্মদ লিটন মিয়া মৃত্যুবরণ করেছেন। তিনিও গত দুই সপ্তাহ ধরে করোনা আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেছেন। দুজনকেই দক্ষিণ আফ্রিকায় দাফন করা হয়েছে।

ই-বাংলা/ আইএফ/ ১০ জুলাই, ২০২১

Contact Us