কুবি রেজিস্ট্রার অপসারণের দাবি কর্মকর্তাদের

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রারের বিরুদ্ধে কর্মকর্তাদের পদোন্নতিতে বঞ্চিত করা, জামাত-শিবির পন্থীদের সুবিধা প্রদান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগে দুর্নীতিসহ নানা অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১৯ জানুয়ারি) এ সংক্রান্ত দাবি-দাওয়া নিয়ে তারা রেজিস্ট্রার কার্যালয়ে জড়ো হলে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে।

Islami Bank

সরেজমিনে দেখা যায়, বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় অফিসার্স এসোসিয়েশন, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতিসহ কর্মকর্তা ও কর্মচারীদের সকল সংগঠন থেকে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহেরের কার্যালয়ে উপস্থিত হন। এসময় রেজিস্ট্রারের সাথে কর্মকর্তাদের ব্যাপক উচ্চবাচ্য হয়। কর্মকর্তারা রেজিস্ট্রারের মুখোমুখি হয়ে রেজিস্ট্রারের নানা অপকর্মের কথা বলেন।

এসময় কর্মকর্তাদের মাঝে একজন বলেন, আপনি শিক্ষক, কর্মকর্তাদের চেয়ারে বসে আমাদের কর্মকর্তাদের পদন্নোতি না দেয়া, নিজের ইচ্ছানুযায়ী যা খুশি তাই করা, বিএনপিপন্থীদের বিশেষ সুবিধা দেয়াসহ অনেক অনিয়ম করেছেন।

one pherma

এছাড়াও, কর্মকর্তা ও কর্মচারীদের সকল সংগঠন থেকে রেজিস্টারের অপসারণের দাবিতে গণ স্বাক্ষর সম্বলিত বিভিন্ন স্মারকলিপি সাংবাদিকদের কাছে জমা দেন কর্মকর্তারা-কর্মচারী নেতারা।

ইবাংলা/ টিআর / ২০জানুয়ারি

Contact Us