কুবিতে রেজিস্ট্রারের পদত্যাগের আন্দোলন অব্যাহত

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) টানা তৃতীয় দিনের মতো রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের অপসারণের দাবিতে আন্দোলন চলছে। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রেজিস্ট্রার দফতরে আন্দোলনকারীদের ঝুলানো তালা এখনও খোলা হয়নি।

Islami Bank

দুপুরে রেজিস্ট্রার দফতরের সামনে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের জড়ো হয়ে “এক দফা এক দাবি, রেজিস্ট্রারের পদত্যাগ চাই”, ” রেজিস্ট্রারের পদত্যাগ, দিতে হবে দিয়ে দাও”- সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়৷ এ সময় অফিসার্স এসোসিয়েশন, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতি, কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারা বলেন, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাবো৷ নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, বর্তমান রেজিস্ট্রার তাঁর স্বপদে ফিরে গেলেই তো ঝামেলা মিটে যায়। সরকার উনাকে নিয়োগ দিয়েছেন অধ্যাপনার জন্য কিন্তু দায়িত্ব পালন করছেন কর্মকর্তার যা সরকারের অর্থের অপচয়।

one pherma

এ বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। প্রসঙ্গত, কুবি রেজিস্ট্রারের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বঞ্চিত করা, জামাত-শিবির পন্থীদের সুবিধা প্রদান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগে দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে রেজিস্ট্রারকে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা বুধবার (১৯ জানুয়ারি) থেকে প্রশাসনিক ভবনে আন্দোলন করছেন।

ইবাংলা/ টিআর/ ২১ জানুয়ারি

Contact Us