কুবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ

কুবি প্রতিনিধি

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরের বদলে অনলাইনে ক্লাস-পরীক্ষা হবে। তবে আবাসিক হলসমূহ আপাতত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২১জানুয়ারি) রাতে জরুরী ভিত্তিতে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৬৯তম সভা শেষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ৯ টা থেকে ২টা পর্যন্ত চলবে। পাশাপাশি ২০২০-২১শিক্ষাবর্ষে স্নাতক প্রথম-বর্ষে ভর্তি কার্যক্রম অব্যাহত রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও মন্ত্রী পরিষদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে সাধারণ প্রজ্ঞাপন রয়েছে তা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

ইবাংলা/ টিআর/ ২২ জানুয়ারি

Contact Us