ডুবন্ত গাড়ির ছাদে দাঁড়িয়ে তরুণীর সেলফি!

আজব ডেস্ক

বরফশীতল পানিতে ডুবে যাচ্ছে গাড়ি। সেই অবস্থায় আর যাই হোক কারো অন্তত সেলফি তোলার কথা মনে হবে না। কিন্তু এই তরুণী সেটাই করেছেন। ডুবন্ত গাড়ি থেকে তাকে উদ্ধারের জন্য যখন তৎপরতা চলছিল, তখন তিনি সেই গাড়ির ছাদে দাঁড়িয়ে সেলফি তুলেছেন।

কানাডার মনোটিক শহরতলীর রিদেউ নদীতে এই ঘটনা ঘটে বলে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে।ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়রা যখন তাকে ওই অবস্থা থেকে উদ্ধারের জন্য ছোটাছুটি করছিলেন, তখন তিনি একটু বিচলিত না হয়ে ডুবন্ত গাড়ির ছাদে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন।

ওই তরুণীকে অবশ্য একটি রাবারের ভেলার সাহায্যে উদ্ধার করা হয় বলে পুলিশ টুইটারে জানিয়েছে। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ওই তরুণীকে উদ্ধারের জন্য স্থানীয়দের ধন্যবাদ জানিয়েছেন পুলিশ। টুইটারে এক নেটিজেন ওই নারীর ছবি শেয়ার করে লিখেছেন, স্থানীয়রা যখন তাকে উদ্ধারের জন্য ছোটাছুটি করছেন, তখন তিনি (ওই তরুণী) সেই মুহূর্তটিকে সেলফি তুলে ধরে রাখতে চাইছিলেন।

কানাডার সংবাদপত্র ন্যাশনাল পোস্ট জানায়, ওই তরুণী বরফ আচ্ছাদিত পথ দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে ওই তরুণী আহত হননি। উদ্ধারের পর ঘটনাস্থলে থাকা চিকিৎসকদের সাহায্য নিতেও তিনি অস্বীকৃতি জানান। এদিকে, গাড়িতে দাঁড়িয়ে বিপজ্জনক কার্যকলাপের জন্য ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ।

ইবাংলা /  নাঈম/ ২২ জানুয়ারি, ২০২২

Contact Us