নবজাতক সন্তানের কান্নায় কোমা থেকে ফিরলেন মা
ইবাংলা ডেস্ক
শারীরিক জটিলতায় কোমায় চলে যাওয়া গর্ভের সন্তানকে বাঁচাতে অপারেশন করতে বাধ্য হন ডাক্তাররা। সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ঘটলো এক অলৌকিক ঘটনা।
ভারতের হায়দরাবাদের খাম্মাম জেলায় ঘটেছে ওই অলৌকিক ঘটনা। সেই সদ্যোজাত শিশুর কান্নায় কোমা থেকে ফিরিয়ে আনে তার মাকে। ঘটনাটি ঘটেছে ভদ্রাচলম সরকারি হাসপাতালে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টেকুলাবরুগাঁও কোটাওয়ারাম মন্ডলের বাসিন্দা নাগমণির ৪ ফেব্রুয়ারি প্রসব হওয়ার কথা ছিল। তবে, রক্তচাপের ওষুধ ব্যবহার করার কারণে তার শ্বাসকষ্ট শুরু হয়। যার কারণে তাকে প্রথমে কর্তালাগুত্তার সিএইচসি কেন্দ্রে ভর্তি করা হয়।
সেখানকার চিকিৎসক তাকে ভদ্রাচলম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর ভদ্রাচলম হাসপাতালে ভর্তির সঙ্গে সঙ্গেই কোমায় চলে যান তিনি। হাসপাতালের ডাক্তারদের অনেক চেষ্টা সত্ত্বেও, নারীটি তার চেতনা ফিরে পাননি।
অন্যদিকে রোগীর শারীরিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ডা. কোটিরেড্ডি এবং ডা. পালিয়া ভদ্রাচলম হাসপাতাল সুপার রামকৃষ্ণের অনুমতি নিয়ে শিশুটিকে বাঁচাতে চেয়েছিলেন। যার জেরে তার স্বামী সত্যনারায়ণ এবং তার ভাই নাগেশ্বর রাওয়ের কাছ থেকে অনুমোদন নেয়ার পর, ডা. রামকৃষ্ণের দায়িত্বে থাকা চিকিৎসকদের একটি দল গর্ভবতী নারীর সন্তান প্রসবের জন্য অপারেশন করেন।
আর এরপরেই নবজাতক শিশুর কান্না অলৌকিকভাবে নারীটিকে তার কোমা থেকে ফিরিয়ে নিয়ে এসেছে। সদ্যোজাত শিশুর কান্না শুনে তার জ্ঞান ফিরে পাওয়ার ঘটনায় চিকিৎসকরাও অবাক হয়ে যান। তাকে অবিলম্বে যথাযথ চিকিৎসা সেবা দেয়া হয়। বর্তমানে মা ও শিশু দুজনই ভালো আছে।
ইবাংলা / এইচ/ ২২ জানুয়ারি, ২০২২