মনোহরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

সাইদুর রহমান তসলিম, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২ যুবক আহতের ঘটনা ঘটেছে।

Islami Bank

শনিবার (২১ জানুয়ারি) বগাদী জামতলা সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিপ্লব নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়। তার ২সঙ্গী আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানায়, মনোহরদীর মন্ডলদীয়া গ্রামে বন্ধুর বাড়ী থেকে শনিবার ভোর ৫টার দিকে মোটর সাইকেলে বাড়ী ফিরছিলো ৩ যুবক। তারা বগাদী জামতলা সংলগ্ন রাস্তায় পৌছুলে তাদের মোটর সাইকেলের সাথে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল আরোহী ৩ যুবক গুরুতর আহত হয়। তাদের নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব (২৬) এর মৃত্যু ঘটে। তিনি কাপাসিয়া উপজেলার চর সনমানিয়া গ্রামের তাইজ উদ্দীনের ছেলে বলে জানা গেছে।

one pherma

আহত তার অপর ২সঙ্গী ইমন(২৪) ও জুয়েল(২২) নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। তাদের সবার বাড়ী কাপাসিয়া উপজেলার চরসনমানিয়া গ্রামে বলে জানা গেছে।

ইবাংলা / এইচ/ ২২ জানুয়ারি, ২০২২

Contact Us