দেশের ১৩ জেলায় করোনায় ১৪৫ জনের মৃত্যু

ই-বাংলা ডেস্ক রিপোর্ট :

করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে সারাদেশে। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে রাজশাহী, খুলনা ও সাতক্ষীরা জেলা। সবশেষ ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Islami Bank

এদিকে লকডাউনেও থামানো যাচ্ছে না আক্রান্ত ও সংক্রমণ হার। করোনা রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। তৈরি হয়েছে শয্যা ও অক্সিজেন সংকট। নিচে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো-

রাজশাহী : রামেক হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। বাকি দুজন করোনা নেগেটিভ হয়ে মৃত্যুবরণ করেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৯ জনের মধ্যে রাজশাহীর ৯, নাটোরের ৬, নওগাঁর ২ জন, পাবনার একজন, কুষ্টিয়ার একজন আছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১২৪ জন। ৪৯৫ জনের নমুনা পরীক্ষায় করে এ তথ্য পাওয়া গেছে। শনাক্তের হার ২৫ দশমিক ৫ শতাংশ।

কুষ্টিয়া : গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে কুষ্টিয়াতে। এদের মধ্যে ১৩ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। তারা সবাই কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৯২ জনের নমুনা পরীক্ষা করে ২৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪৪ শতাংশ।

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই মারা গেলেন ১৪ জন। চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৭৭১ জন। একই সময়ে ২ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষায় ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৮ জনে। মৃতদের মধ্যে চট্টগ্রাম নগরের ৭ জন, আর বাকি ৭ জন উপজেলার।

ময়মনসিংহ : গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৯৩টি নমুনা পরীক্ষা করে ২৯২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৯ দশমিক ৪০ শতাংশ

one pherma

বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৭ জনে। হাসপাতালটির পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১১৭ জনের পজেটিভ পাওয়া গেছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৯৬ জন। শনাক্তের হার ৬২ দশমিক ২৩ শতাংশ। ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফরিদপুর : গত ২৪ ঘণ্টায় জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত এবং ৭ জন করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

টাঙ্গাইল : জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা যান। ৫১২টি নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের করোনা শনাক্ত। শনাক্তের হার ৩৩ দশমিক ৭৮ শতাংশ।

নড়াইলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় খুলনার চারটি হাসপাতালে করোনা ভাইরাসে আরও ১৪ জন মারা গেছেন।

জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মারা যাওয়া খবর পাওয়া গেছে।

নোয়াখালীতে করোনায় একদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁয়ে ২ জন, পঞ্চগড়ে একজন, কুড়িগ্রামে একজন করোনা ভাইরাসে মারা গেছেন।

ই-বাংলা/ আইএফ/ ১১ জুলাই, ২০২১

Contact Us