ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ৯

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটি ডাকঘর এলাকায় ট্রাকের সাথে থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুরের মৃত বাবুল সাহার ছেলে জয়দেব সাহা ও পুখুরিয়া গ্রামের মাহিন্দ্রা চালক আবু বাক্কারের ছেলে হানিফ আলী।

Islami Bank

নিহত জয়দেব সাহার আত্মীয় সঞ্জয় সাহা জানান, রোববার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মায়ের চিকিৎসার জন্য মাহিন্দ্রাযোগে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল জয়দেব সাহা, তাঁর মা চন্দনা সাহা ও ভাই সুব্রত সাহা। রানিহাটি বাজার পার হয়ে ঝিল্লিপাড়া কার্লভাটের কাছে পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা সোনামসজিদ বন্দরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাতে থাকা এর চালক ও অপর তিন যাত্রী গুরুতর আহত হয়।

one pherma

পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী জয়দেব সাহা এবং মাহিন্দ্রা চালক হানিফ আলী মারা যান। আহতদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে ট্রাক ও মাহিন্দ্রা জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে।

ইবাংলা/ টিআর/ ২৩ জানুয়ারি

Contact Us