ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এক পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম শিখা রানী ভরানী (৫৫)। রোববার (২৩ জানুয়ারি) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিখা রানী ভরানী পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Islami Bank

তিনি বলেন, মধ্যরাতে মহাখালীর জাহাঙ্গীর গেটের সামনে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন এক পরিচ্ছন্নতাকর্মী। ফ্লাইওভারের ওপর থেকে জাহাঙ্গীর গেটগামী সাদা রঙের একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি আরও বলেন, চাপা দিয়েই ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

one pherma

সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইবাংলা /  নাঈম/ ২৩ জানুয়ারি, ২০২২

Contact Us