রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, অন্য বিভাগেও পূর্বাভাস

ইবাংলা ডেস্ক

রাজধানীতে সকাল থেকেই আকাশ মেঘলা, দুপুর পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। সেই সঙ্গে হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও। এ আবহাওয়া আরও দুয়েকদিন পর্যন্ত বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Islami Bank

রোববার (২৩ জানুয়ারি) আবহাওয়াবিদ বজলুর রশিদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়ে তিনি বলেন, এমন আবহাওয়া আরও দুয়েকদিন থাকতে পারে। তাপমাত্রা আজ কিছুটা কমতে পারে। কিছু এলাকায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে বলে তিনি জানান।

এদিকে, রোববার (২৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

one pherma

রোববার সকাল থেকে ঢাকায় পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। ঢাকায় রোববার সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫ টা ৩৮ মিনিটে এবং সোমবার সূর্যোদয় হবে ভোর ৬ টা ৪২ মিনিটে।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬, ময়মনসিংহে ১৩ দশমিক ৮, চট্টগ্রামে ১৬ দশমিক ২, সিলেটে ১৩ দশমিক ৫, রাজশাহীতে ১৩ দশমিক ৭, রংপুরে ১৩ দশমিক ৪, খুলনায় ১৪ দশমিক ৮ এবং বরিশালে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ইবাংলা/ এইচ/ ২৩ জানুয়ারি

Contact Us