শাবি ভিসির পদত্যাগের দাবিতে ইবি প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ

আর এম রিফাত, ইবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট।

Islami Bank

রোববার ( ২৩ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ডায়ানা চত্বর থেকে বিক্ষোভ শুরু করে ক্যাম্পাসস্থ গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে আবার একই স্থানে এসে মিলিত হয়। এ সময় তারা ‘শাবিয়ানের ভয়নাই আমরা আছি তোমাদের সাথে’ ‘খুনি ভিসির পদত্যাগ করতে হবে করতে হবে’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের নেতা শাহরিয়ার আমিন, ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ওবাইদুর রহমান আনাস, দেলোয়ার, সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাওকর্মীরা।

one pherma

সাধারণ সম্পাদক পিয়াস বলেন, ‘ভিসির নির্দেশে সাধারন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা। এই হামলার বিচার ও ভিসির পদত্যাগের দাবিতে সাধারন শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে কিন্তু এই নির্লজ্জ ভিসি কোন ভাবেই পদত্যাগ করছেনা। ভিসিকে দ্রুত পদত্যাগ করতে হবে নয়তো ছাত্র সমাজের এ আন্দোলন দমানো যাবে না।’

ইবাংলা/ এইচ/ ২৩ জানুয়ারি

Contact Us