মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ৬টা থেকে সোমবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপি।

Islami Bank

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেফতার ৫২ জনের কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা, ৩৪১ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৪ কেজি ১০০ গ্রাম ৭০ পুরিয়া গাঁজা ও ২১ গ্রাম আইস জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।

এর আগে, রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

one pherma

শনিবার সকাল ৬টা থেকে রোববার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ২৮৩০ পিস ইয়াবা, ১৯৮ গ্রাম হেরোইন ও আট কেজি ৫৪০ গ্রাম (৫১ পুরিয়া) গাঁজা জব্দ করা হয়।

ইবাংলা /  নাঈম/ ২৪ জানুয়ারি, ২০২২

Contact Us